ঐশ্বর্য রায়ের গানে কোমর দোলালেন শ্রীলেখা। প্রশংসার বন্য নেটমাধ্যমে।
হামেশাই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন শ্রীলেখা মিত্র। কখনও নিজের ঠোঁটকাটা ইমেজের জন্য, কখনও আবার বিতর্কিত পোশাকের জন্য। যদিও ট্রোলারদের কোনওদিনই বিশেষ পাত্তা দেন না এই টলি অভিনেত্রী। বিতর্কিত বিষয় নিয়ে মন্তব্য করতেও পিছপা হন না বাম ঘনিষ্ঠ অভিনেত্রী। সম্প্রতি ফের নেটদুনিয়ায় ঝড় তুলছেন শ্রীলেখা। সৌজন্যে তাঁর একটি ইনস্টাগ্রাম রিল।
এমনিতে সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ শ্রীলেখা। সদ্যই বেঙ্গালুরুতে হাজির হয়েছিলেন অভিনেত্রী। উপলক্ষ্য কোলাজ- বেঙ্গালুরু বাঙালি চলচ্চিত্র উত্সবে যোগদান। আর সেই ফিল্ম ফেস্টিভ্যালের লাল গালিচাতেই ঐশ্বর্য রাইয়ের ‘তাল’ ছবির গানে তাল মেলালেন এই বঙ্গললনা। নাচলেন ‘রমতা যোগী’ গানে। ইনস্টাগ্রামে সেই ভিডিয়ো আপলোড হতেই তুমুল ভাইরাল (Viral Video)। শ্রীলেখার পরনে কালো ফিনফিনে শিফন শাড়ি, আর স্লিভলেস ব্লাউজ। সঙ্গে
শ্রীলেখাকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন সকলে। ভক্তরা তো বলছেন, ‘সেক্সি লাগছে’। তবে সব মন্তব্যকে ছাপিয়ে গিয়েছে শ্রীলেখার এক পুরুষ অনুরাগীর কমেন্ট। সে লিখেছে, ‘ছোট থেকে তোমাকে একইরকম দেখছি। আমায় বিয়ে করবে?’ ভক্তের এই আবদারে অবশ্য সাড়া দেননি শ্রীলেখা।
শ্রীলেখার মোহময়ী আবেদনে যেমন মন মজেছে নেটপাড়ার, তেমনই নায়িকা কিন্তু আপ্লুত এই চলচ্চিত্র উত্সবে যোগদান করে। শ্রীলেখা পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘এবং ছাদ’ এই চলচ্চিত্র উত্সবে সেরা ছবি ও সেরা পরিচালকের পরিচালক জিতেছে। স্বভাবতই আপ্লুত তিনি।
যদিও এই খুশির মুহূর্ত দেখে যাওয়ার জন্য তাঁর বাবা সঙ্গে নেই, সেই আক্ষেপও সঙ্গে রয়েছে তাঁর। ফেসবুকের দেওয়ালে তিনি লিখেছেন, ‘….. যে সব চাইতে খুশি হত, সেই আর নেই। বাবা আর কিছুদিন থেকে যেতে পারলে না'। নিজের এই স্বীকৃতি ‘এবং ছাদ’-এর পুরো টিমের সঙ্গে ভাগ করে নিয়েছেন শ্রীলেখা মিত্র।