Radhika Apte Pregnancy Photoshoot: প্রেগন্যান্সিতেও তিনি বোল্ড! সি-থ্রু নেটের পোশাকে স্পষ্ট অন্তঃসত্ত্বা শরীর, রইল ফোটো অ্যালবাম

 

Radhika Apte Pregnancy Photoshoot: প্রেগন্যান্সিতেও তিনি বোল্ড! সি-থ্রু নেটের পোশাকে স্পষ্ট অন্তঃসত্ত্বা শরীর, রইল ফোটো অ্যালবাম

ছবিগুলো সামনে আসতেই নজর কেড়েছে৷ বর্তমানে তাঁর এই ছবিগুলো নিয়ে আলোচনা হচ্ছে।

01
বলিউডের নায়িকা রাধিকা আপ্তে, নিজের প্রেগন্যান্সি শ্যুটে বিশেষভাবে নজর কাড়লেন৷

বলিউডের নায়িকা রাধিকা আপ্তে, নিজের প্রেগন্যান্সি শ্যুটে বিশেষভাবে নজর কাড়লেন৷

advertisement
02
কিছুদিন আগে একটি সুন্দর শিশুর জন্ম দিয়েছেন অভিনেত্রী রাধিকা৷

কিছুদিন আগে একটি সুন্দর শিশুর জন্ম দিয়েছেন অভিনেত্রী রাধিকা৷ এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন নায়িকা৷

advertisement
03
রাধিকা আপ্তে বলিউডের একজন শীর্ষস্থানীয় অভিনেত্রী।

রাধিকা আপ্তে বলিউডের একজন শীর্ষস্থানীয় অভিনেত্রী। বহু ছবি এবং ওয়েব সিরিজে অভিনয় করে নিজের অভিনয় দক্ষতা বুঝিয়েছেন রাধিকা৷

advertisement

TOP VIDEO

Priyanka Gandhi: কাঁধে ঝোলান ব্যাগে লেখা বাংলাদেশ, সংসদে কী বার্তা প্রিয়াঙ্কার? দেখুন ভিডিও

04
সন্তানের জন্মের পর এই ছবিগুলো শেয়ার করেছেন তিনি।

সন্তানের জন্মের পর এই ছবিগুলো শেয়ার করেছেন তিনি। তাঁর সিনেমাগুলি যেমন বোল্ড তেমনই তাঁর প্রেগন্যান্সি ফোটোশুটও খুবই সাহসী৷

advertisement
05
প্রথমে রাধিকা তাঁর শিশুর সঙ্গে একটি ছবি শেয়ার করে সবাইকে সুখবর দিয়েছেন।

প্রথমে রাধিকা তাঁর শিশুর সঙ্গে একটি ছবি শেয়ার করে সবাইকে সুখবর দিয়েছেন। তারপর এই ফোটোগুলি সামনে আনেন রাধিকা৷

advertisement
06
এর পরে, রাধিকা এখন তাঁর গর্ভাবস্থার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

এর পরে, রাধিকা এখন তাঁর গর্ভাবস্থার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। একেবারে পাতলা কাপড়ে নিজের শরীর ঢেকেছেন তিনি৷ অন্তঃসত্ত্বা শরীর একেবারে ফুটে উঠেছে এই সব ছবিতে৷

advertisement
07
বর্তমানে তার এই ছবিগুলো নিয়ে আলোচনা হচ্ছে।

বর্তমানে তাঁর এই ছবিগুলো নিয়ে আলোচনা হচ্ছে। তিনি নিজেও এনিয়ে অনেক লিখেছেন৷ প্রেগন্যান্সিতে তাঁর শারীরিক এবং মানসিক টানাপোড়েনের কথা তুলে ধরেছেন রাধিকা৷

Post a Comment

Previous Post Next Post