কর্মক্ষেত্রে 'সেক্সি' কমপ্লিমেন্টের যোগ্য জবাব দিলেন টুইঙ্কল!

 

ওয়েব ডেস্ক: নিজের স্বভাবজাত ভঙ্গিতেই কর্মক্ষেত্রে 'সেক্সি' শব্দে কমপ্লিমেন্টের কড়া জবাব দিলেন বলিউড ডিভা টুইঙ্কল খান্না। সম্প্রতি অরুণাভ কুমার ইস্যুতে সেক্সি কমপ্লিমেন্টে নারীদের প্রতি করা 'অবজ্ঞা' আর 'অপমানে'র কড়া নিন্দা করে টুইঙ্কল বলেন, "সেক্সি শব্দ কেবল তখনই একটি কমপ্লিমেন্ট, যখন কখনও স্ট্রিপারের আত্মবিশ্বাসকে চাঙ্গা করার প্রয়োজন হয়"। কর্মক্ষেত্রের পরিবেশ আর বেডরুমের পরিবেশের মধ্যে ফারাক বুঝে নেওয়াটা প্রয়োজন, টুইঙ্কল এই ভাবনাকে স্পষ্ট করে দেন তাঁর বক্তব্যেই। "কর্মক্ষেত্রে কোনও মহিলার শরীর স্পর্শ করা, তাকে অশ্লীল টেক্সট কিংবা ইমেল পাঠানো উচিত নয়। যদি কাউকে প্রশংসা করতেই হয় তাহলে তাঁর ব্যক্তিত্বের প্রশংসা করা উচিত", এমনটাই মত বলিউড ডিভা টুইঙ্কলের। 

বলিউড ডিভা টুইঙ্কল খান্নার এই মতকে সম্মান জানিয়েছেন তাঁর স্বামী অক্ষয় কুমারও।

 

Post a Comment

Previous Post Next Post