২০১৪ সালে সুজানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয় হৃতিকের। তবে দু’জনের মধ্যে সুসম্পর্ক রয়েছে এখনও।
মুম্বই: প্রাক্তন স্ত্রী সুজান খানের প্রেমিককে জন্মদিনের শুভেচ্ছা জানালেন হৃতিক রোশন। এমনও হয়? চমকে গিয়েছেন অনেকেই। অনুরাগীরা বিস্মিত। তবে হৃতিক নির্বিকার। সুজান এবং তাঁর প্রেমিক আর্সলান গনির সঙ্গে বরাবরই ভাল সম্পর্ক হৃতিকের। সেটা আগেও একাধিকবার দেখা গিয়েছে।
২০১৪ সালে সুজানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয় হৃতিকের। তবে দু’জনের মধ্যে সুসম্পর্ক রয়েছে এখনও। আসলে পারস্পরিক সম্মান আর বোঝাপড়া থাকলে যে কোনও সম্পর্কই বজায় রাখা সম্ভব, এ কথাই প্রমাণ করেছেন হৃতিক। তাই খুব সহজেই প্রাক্তন স্ত্রীর প্রেমিককে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারেন অভিনেতা।
আরও পড়ুন- ঠিক ‘১ মাস’ পরেই আপনার ‘হার্ট অ্যাটাক’ হবে! যদি চোখে ফুটে ওঠে এই লক্ষণ, ভাল করে বুঝে নিন
Tags
বিনোদন