পুরানো অতীত ফেলে তিনি বর্তমান নিয়েই ব্যস্ত সময় পার করছেন। বলিউডে বেশ জমিয়ে কাজ করছেন অভিনেত্রী সানি লিওন। তবে আগের জীবনটা নিয়ে এখনও তাকে কথা শুনতে হয়। তেমনই এক ঘটনা ঘটল সম্প্রতি।
সানি লিওন সম্প্রতি আরেক অভিনেতা অভিষেক সিংয়ের সঙ্গে বারাণসীতে পূজা দিতে গিয়েছিলেন। এ সময় অভিনেত্রীর চুল খোলা ছিল। কানে ছিল ঝুমকা। কপালে ছোট্ট কালো টিপ। আর গোলাপি রঙের কামিজের সঙ্গে হালকা গোল্ডেন পাড়ের ওড়না জড়াতে দেখা গেছে তাকে। তার এই শালীন পোশাকে দেখে নেটিজেনরা আবারও কটাক্ষ করেছে।
সোশ্যাল মিডিয়ায় তার ভিডিওটি প্রকাশ হলে তুমুল সমালোচনা সৃষ্টি হয়। একজন অনুসারী লিখেছেন, ‘নিজে আর সবাইকে দিয়ে পাপ করিয়ে এখন গঙ্গায় এসে পূজা দিচ্ছে।’
Native Banner
Banner 320x50
Social Bar
Popunder
Banner 468x60
Banner 728x90
Banner 300x250
Banner 320x50
Banner 160x300
DirectLink https://www.profitablecpmrate.com/j51n7vvb4j?key=59762d2075c1a7e2ea91674706666063
সানি লিওন সম্প্রতি আরেক অভিনেতা অভিষেক সিংয়ের সঙ্গে বারাণসীতে পূজা দিতে গিয়েছিলেন। এ সময় অভিনেত্রীর চুল খোলা ছিল। কানে ছিল ঝুমকা। কপালে ছোট্ট কালো টিপ। আর গোলাপি রঙের কামিজের সঙ্গে হালকা গোল্ডেন পাড়ের ওড়না জড়াতে দেখা গেছে তাকে। তার এই শালীন পোশাকে দেখে নেটিজেনরা আবারও কটাক্ষ করেছে।
সোশ্যাল মিডিয়ায় তার ভিডিওটি প্রকাশ হলে তুমুল সমালোচনা সৃষ্টি হয়। একজন অনুসারী লিখেছেন, ‘নিজে আর সবাইকে দিয়ে পাপ করিয়ে এখন গঙ্গায় এসে পূজা দিচ্ছে।’