বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সানি লিওন। অভিনেত্রী তার অভিনয় ও নৃত্য দক্ষতার মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে নিজের জন্য জায়গা তৈরি করে নিয়েছেন। সম্প্রতি সানি নতুন ব্যবসায় নাম লিখিয়েছেন।
ভারতীয় তারকাদের রেস্তোরাঁ ব্যবসায় নাম লেখানোটা নতুন নয়। শিল্পা শেঠি কুন্দ্রা, সুনীল শেঠি, আশা ভোঁসলে, অর্জুন রামপাল, মিঠুন চক্রবর্তী থেকে নাগার্জুন অনেকেরই রেস্তোরাঁ ব্যবসা রয়েছে। এবার সেই তালিকায় নাম লেখালেন সানি লিওন।ভারতের উত্তর প্রদেশের নয়ডাতে অভিনেত্রী রেস্তোরাঁটি খুলেছেন। জানা গেছে, তার রেস্তোরাঁর নাম চিকা লোকা। বিলাসবহুল এই রেস্তোরাঁর ইন্টারিয়র ডিজাইনে আছে চোখ ধাঁধানো চমক।রেস্তোরাঁটি উদ্বোধনের দিন স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়ে সেখানে হাজির হয়েছিলেন সানি লিওন। অভিনেত্রীর এই উদ্যোগে যুক্ত আছেন সিঙ্গিং বোলস হসপিটালিটির পরিচালক সাহিল বাওয়েজাও। ইতোমধ্যে ভোজনরসিকদের জন্য খুলে গেছে রেস্তোরাঁর দ্বার।
এক সাক্ষাৎকারে সানি লিওন বলেন, ‘বিশ্ব জয়’ এবং আরও উদ্ভাবন কাজের সাথে নিজেকে যুক্ত চান এ তারকা।
অভিনেত্রী ভাষ্যমতে,
বিনোদনকারীদের কেবল একটি শিল্পে সীমাবদ্ধ থাকা উচিত নয়। তাদের উচিত তাদের প্রভাব বিস্তার করা এবং নিজেদের জন্য একটি ব্র্যান্ড তৈরি করা।
সবশেষ তিনি অনুরাগ কাশ্যপের বহুল প্রত্যাশিত চলচ্চিত্র কেনেডিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। ফিল্মটি ২০২৩ সালে কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছিল এবং উপস্থিতদের কাছ থেকে একটি স্থায়ী ওভেশন পেয়েছিল। তাকে পরবর্তীতে কন্নড় তারকা উপেন্দ্রের বহুল প্রত্যাশিত চলচ্চিত্র ইউআই-তে দেখা যাবে।
প্রসঙ্গত, কানাডায় জন্ম নেয়া ভারতীয় বংশোদ্ভূত সানি লিওন নীলদুনিয়াকে বিদায় জানিয়ে ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতের শোবিজ অঙ্গনে পা রাখেন। ‘জিসম টু’র এর মাধ্যমে নাম লেখান বলিউডে। পরবর্তী সময়ে ‘জ্যাকপট’, ‘রাগিনি এমএমএস টু’, ‘এক পহেলি লীলা’, ‘মস্তিজাদে’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন তিনি।