নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আইসিসির ‘সাহসী পদক্ষেপ’: এরদোয়ান

 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারিকে ‘সাহসী পদক্ষেপ’ উল্লেখ করে এর প্রশংসা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আজ শনিবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ প্রশংসা করেন।

এরদোয়ান বলেন, ‘আমরা গ্রেপ্তারি পরোয়ানার পক্ষে। আন্তর্জাতিক ব্যবস্থায় মানবতার প্রতি আস্থা ফিরিয়ে আনতে আইসিসির সদস্যদেশগুলোর সাহসী এই সিদ্ধান্ত গ্রহণকে গুরুত্বপূর্ণ বলে মনে করছি।মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দুই নেতা ও হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গত বৃহস্পতিবার এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি।

এরদোয়ান আরও বলেন, ‘পশ্চিমা দেশগুলো বছরের পর বছর ধরে বিশ্বকে আইন, ন্যায়বিচার ও মানবাধিকারের জ্ঞান দিয়েছে। এখন এই পর্যায়ে তাদের অবশ্যই উচিত সেসব প্রতিশ্রুতি রক্ষা করা।’ উল্লেখ্য, তুরস্ক আইসিসির সদস্যদেশ নয়।

গত বছরের অক্টোবরে গাজায় হামলা চালানোর পর থেকে ইসরায়েলের কঠোর সমালোচনা করে আসছেন এরদোয়ান।

চলতি মাসে তুরস্কসহ বিশ্বের ৫২টি দেশ জাতিসংঘের কাছে চিঠি পাঠিয়ে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি ও সরবরাহ বন্ধের দাবি জানিয়েছে।

Post a Comment

Previous Post Next Post