বাংলাদেশ-আমেরিকা মৈত্রী প্রকল্প: ১৮টি এনজিওকে ৮৯ কোটি টাকা অনুদান

 

বাংলাদেশ-আমেরিকা মৈত্রী প্রকল্পের পক্ষ থেকে স্থানীয় পর্যায়ে কাজ করছে, এমন ১৮টি বেসরকারি সংস্থাকে (এনজিও) ২০২৪ অর্থবছরের জন্য অনুদান হিসেবে ৮৯ কোটি ৬৫ লাখ টাকা দেওয়া হয়েছে। ইউএসএআইডির অর্থায়নে ব্র্যাক এই প্রকল্প বাস্তবায়ন করছে।

এই প্রকল্পের আওতায় অনুদান পাওয়া সংস্থাগুলোর কার্যকর দক্ষতা বাড়ানোর সক্ষমতা উন্নয়নেও সহায়তা করা হবে। অনুদানপ্রাপ্ত স্থানীয় এনজিওগুলো কৃষি, খাদ্যনিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা, শিশু অধিকার ও সুরক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করছে।



সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘গ্রান্টস অ্যাওয়ার্ড সেরেমনি’তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; সম্মানিত অতিথি হিসেবে ছিলেন এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইউএসএআইডির বাংলাদেশ মিশন ডিরেক্টর রিড অ্যাশলিম্যান এবং ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘বাংলাদেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে হলে, আমাদের আগে এনজিওগুলোর অংশগ্রহণে বাধা সৃষ্টিকারী প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে।’

মৈত্রী প্রকল্পের প্রথম পর্বে অনুদান দেওয়ার ক্ষেত্রে পরিবেশগত প্রতিকূলতার ভিত্তিতে কিছু অঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে খরাপ্রবণ রাজশাহী ও রংপুর; হাওর অঞ্চলের মধ্যে সিলেট ও সুনামগঞ্জ এবং উপকূলীয় অঞ্চল হিসেবে খুলনা ও বরিশালকে বেছে নেওয়া হয়েছে।

Post a Comment

Previous Post Next Post