নিয়োগ পরীক্ষার প্রবেশ পত্রে সানি লিওনের নাম ও ছবি!

 

বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওনের নাম ও ছবি দেখা গেছে উত্তরপ্রদেশ পুলিশ রিক্রুটমেন্ট অ্যান্ড প্রোমোশন বোর্ডের (ইউপিপিআরবি) ওয়েবসাইটে। তিনি নাকি পুলিশের কনস্টেবল পদের জন্য আবেদন করেছেন। তবে এটা তদন্তের জন্য নেমেছেন পুলিশ।




উত্তরপ্রদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ডে অভিনেত্রী সানি লিওনের নাম-সহ একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

 
অ্যাডমিট কার্ডে উল্লেখিত পরীক্ষা কেন্দ্রটি ছিল ভারতের উত্তরপ্রদেশেরর কনৌজের তিরওয়ার শ্রীমতি সোনেশ্রী মেমোরিয়াল গার্লস কলেজ। গত ১৭ ফেব্রুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। 
 
রেজিস্ট্রেশনের সময় যে মোবাইল নম্বরটি ব্যবহার করা হয়েছে, সেটি উত্তরপ্রদেশের মাহোবার এক বাসিন্দার। তবে রেজিস্ট্রেশন ফর্মে দেয়া ঠিকানাটি মুম্বাইয়ের।
 
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার দিন এই  নামে কোনো পরীক্ষার্থী আসেনি।
 

 
পুলিশ জানিয়েছেন, অ্যাডমিট কার্ডটি ভুয়া এবং প্রার্থী রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলাকালীন সময়ে অভিনেত্রীর ছবি আপলোড করা হয়েছিল। পুলিশ প্রার্থীকে নির্দেশনা জারি করে, ওই ব্যক্তিকে তার ছবি ও জাতীয় পরিচয় পত্র নিয়ে কেন্দ্রে হাজির হতে। কিন্তু কেউ আসেননি। কনৌজ পুলিশ তদন্ত শুরু করেছে। পরীক্ষার দিন ১২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এরা সকলেই ভুয়া পরীক্ষার্থী।
 

Post a Comment

Previous Post Next Post